শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে বেলুন উড়িয়ে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। এসময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
আইইডি নির্বাহী পরিচালক নোমান আহমেদ খান বলেন, পিছিয়ে পড়া, পিছিয়ে থাকা, পিছিয়ে আছে এমন মানুষকে একই সূত্রে আনতে পারার চেষ্টায় আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। বিভিন্ন ভাষা ও সাংস্কৃতিকে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলে আমরা স্বার্থক।
তিনি বলেন, তরুণ ও শিশুদের বিকশিত করতে এটা একটা প্ল্যাটফর্ম। সৌহার্দ্যের সমাজ গড়তে বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে এ বৈচিত্র্যের মেলা আয়োজন। মেলায় প্রথমপর্বে অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে ১০টায়। সকাল থেকে ‘মঞ্চে আলোড়ন’, ‘রং-তুলির ক্যানভাস’, জাগরণ মঞ্চ, ঐক্যমঞ্চ, শিশুদের জন্য মুক্ত চিত্রাঙ্কন, তরুণ্য মঞ্চ, স্বনির্ভর মঞ্চে নানা ধরনের আয়োজন মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথম পর্বের অনুষ্ঠান হয় দেড়টায়।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠান শুরু হয় দুপুর আড়াইটায়। চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে এম মাইনর, বাংলা ফাইভ, মাদল, মেঘদলসহ বিভিন্ন সংগঠন অংশ দেয়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
পিএস/ওএইচ/