ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

রবীন্দ্রজয়ন্তীতে ছায়ানটের আয়োজন ‘ওই মহামানব আসে’

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মে ৬, ২০২০
রবীন্দ্রজয়ন্তীতে ছায়ানটের আয়োজন ‘ওই মহামানব আসে’ লোগো

ঢাকা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ‘ওই মহামানব আসে’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ছায়ানট। রবীন্দ্রজয়ন্তীর দিন সকাল সাড়ে ৯টায় ছায়ানটের ইউটিউব চ্যানেলে দেখা যাবে অনুষ্ঠানটি।
 

বুধবার (৬ মে) ছায়ানটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ আয়োজনটি ছায়ানটের ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব কাজের মতোই জীবন সংগ্রামেও রবীন্দ্রনাথ বাঙালির চিরকালের সঙ্গী। মহামারির এ দুর্দিনে তাকে সহযাত্রী করে ছায়ানট অগ্রসর হচ্ছে নবীন মানব অভ্যুদয়ের শুভক্ষণের অভিমুখে। ২৫ বৈশাখ শুক্রবার (৮ মে) রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ছায়ানটের নিবেদন ‘ওই মহামানব আসে’।

ছায়ানটের ইউটিউব চ্যানেলে সকাল সাড়ে ৯টায় প্রকাশ করা হবে এ অনুষ্ঠানটি। এ আয়োজনের গ্রন্থনা করেছেন ছায়ানট সভাপতি সনজীদা খাতুন। অনুষ্ঠানটি দেখা যাবে http://www.bit.ly/chhayanaut ঠিকানা থেকে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ০৬, ২০২০
এইচএমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।