কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর (বামে)।
ঢাকা: রোববার কপিরাইট অফিস এক রায়ে মাসুদ রানা সিরিজের ২৬০টি এবং কুয়াশা সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে কাজী আনোয়ার হোসেনের বদলে শেখ আবদুল হাকিমকে স্বত্ব দেয়৷ এ রায়ের কপি হাতে পেতে মাসুদ রানার প্রকাশনা সংস্থা সেবা প্রকাশনী কপিরাইট অফিসে আবেদন করেছে৷
বুধবার (১৭ জুন) সেবা প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজে কাজী আনোয়ার হোসেনের পক্ষে তার পুত্রবধূ মাসুমা মায়মুর এ তথ্য জানান৷
মানুমা মায়মুর লিখেছেন, ‘সম্মানিত সেবার পাঠক, আমি আপনাদের আগেও জানিয়েছিলাম রায়ের কপি আমরা হাতে পাইনি। আমরা রায়ের কপি হাতে পাওয়ার জন্য কপিরাইট অফিস বরাবর আবেদন করেছি।
রায় সম্পর্কে আমাদের বক্তব্য জানার জন্য অনেক গণমাধ্যম (পত্রিকা ও টিভি) আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। কিছু প্রশ্নের জবাবও আমরা দিয়েছি। সময়ের অভাবে অনেকের প্রশ্নের জবার দিতেও পারিনি। তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। ’
‘সেবা প্রকাশনী এ মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত গণমাধ্যমে কোনো প্রকার বক্তব্য দেবে না। রায়ের কপি হাতে পেয়ে আমরা সেবা প্রকাশনীর অফিসিয়াল পেজে আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেবো। ধন্যবাদ। ’
আরও পড়ুন>> আইনের পথে হাঁটবে সেবা প্রকাশনী
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ১৭, ২০২০
ডিএন/এফএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।