বুধবার (০৮ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দু’দল। ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কুমিল্লা অধিনায়ক ডেভিড মালান।
এদিন ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেন খুলনার দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ। ৯.১ ওভারে তারা ৭১ রান তোলেন। তবে ব্যক্তিগত ৩৮ ও ৩৯ রানে যথাক্রমে বিদায় নেন তারা।
তবে দুই ওপেনারের বিদায়ের পর অসাধারণ জুটি গড়েন রাইলে রুশো ও অধিনায়ক মুশফিকুর রহিম। এরইমধ্যে ২৬ বলে ফিফটি তুলে নেন রুশো। তাদের দু’জনের পার্টনারশিপে রান হয় ৮৫। রুশো শেষ পর্যন্ত ৩৬ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন। ১৭ বলে ২৪ করে মাঠ ছাড়েন মুশফিক।
কুমিল্লা বোলারদের মধ্যে সৌম্য সরকার ও ডেভিড উইসি একটি করে উইকেট পান।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এমএমএস