বিপিএলের ফাইনাল দেখতে আসা দর্শক: ছবি-শোয়েব মিথুন
মিরপুরের ‘হোম অফ ক্রিকেট’ দর্শকে পরিপূর্ণ এমন দৃশ্য অনেকবারই দেখা গেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এমন দর্শক পরিপূর্ণ স্টেডিয়াম কবে দেখা গিয়েছিলো? এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে ২০১৬ সালে। বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজে। এরপর দেশের মাটিতে তেমন কোনো বড় সিরিজ হয়নি।
শুক্রবার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে মাঠে নামে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। বিপিএলের ফাইনাল দেখতে ম্যাচ শুরুর প্রায় তিন ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামে ঢোকার গেটগুলোতে দেখা যায় দর্শকদের ভিড়।
ফাইনাল ম্যাচের টিকেটের বাড়তি চাহিদাও লক্ষ্য করা যায়।
ম্যাচ শুরুর পরই বোঝা গেলো টিকেটের চাহিদা কেমন ছিলো। পুরো স্টেডিয়ামের গ্যলারি দর্শকে পরিপূর্ণ। এবার পুরো বিপিএলে এমন দর্শক দেখা যায়নি। তবে বিপি্এলের ফাইনালে এসে স্টেডিয়াম হাইজফুল থাকায় ফাইনালের মাহাত্ম্যটাই বেড়ে গেছে।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
আরএআর/ইউবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।