ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

বাংলাদেশ ব্যাংকে ২০০ সহকারী পরিচালক নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
বাংলাদেশ ব্যাংকে ২০০ সহকারী পরিচালক নিয়োগ

সহকারী পরিচালক (জেনারেল) পদে ২০০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। তবে পদসংখ্যা কম বেশি হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক নূর-উন-নাহার সাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

যোগ্যতা:
সহকারী পরিচালক (জেনারেল) পদে আবেদন করতে চাইলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এসএসসি থেকে পরবর্তী পর্যায়ের পরীক্ষাসমূহের যেকোন দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে।

কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকলে আবেদনের প্রয়োজন নেই। ১৬ জুলাই ২০১৭ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

আবেদনের নিয়ম:
ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইরিক্রুটমেন্ট ওয়েবসাইটের (erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করা যাবে। আগামী ৮ আগস্ট ২০১৭ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি দেখুন-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।