ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

আনসার ব্যাটালিয়নে ৬৭৮ জন নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
আনসার ব্যাটালিয়নে ৬৭৮ জন নিয়োগ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ব্যাটালিয়ন আনসার পদে ৬৭৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেক জেলার নির্ধারিত শূন্য পদ অনুযায়ী তাদের নিয়োগ দেয়া হবে।

যোগ্যতা:
কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পুরুষরা পদটিতে আবেদন করতে পারবেন। ১ অক্টোবর ২০১৭ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে।

অ-উপজাতি প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড বা ৪৯.৮৯৫ কেজি, বুকের মাপ ৩২ থেকে ৩৪ ইঞ্চি হতে হবে। উপজাতি প্রার্থীদের উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১০৪ পাউন্ড বা ৪৭.১৭৩ কেজি, বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি। সব প্রার্থীদের দৃষ্টিশক্তি ৬ বাই ৬ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

সরাসরি বাছাই পরীক্ষা:
আগামী ১০ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলাভিত্তিক প্রার্থীদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে পরীক্ষা নেয়া হবে। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে বাছাই পরীক্ষায় অংশ নিতে হবে।

বিজ্ঞপ্তিতে দেখুন বিস্তারিত-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।