ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

রেলওয়েতে ১৮৫ জন নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
রেলওয়েতে ১৮৫ জন নিয়োগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আরএনবি বিভাগের উত্তরাঞ্চলে সিপাহী (আরএনবি) পদে ১৮৫ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে।

এসএসসি পাস বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা পদটিতে আবেদন করতে পারবেন। ২০ জানুয়ারি ২০১৮ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে।

সাধারণ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি, ওজন কমপক্ষে ৫০ কেজি হতে হবে। উপজাতীয় প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি, ওজন কমপক্ষে ৪৫ কেজি থাকতে হবে। প্রার্থীকে সকল প্রকার শারীরিক ত্রুটিমুক্ত ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের প্রশিক্ষণকালীন ৮,৫০০/- ২০,৫৭০/ টাকা এবং প্রশিক্ষণ শেষে ৮,৮০০/- ২১,৩১০/ টাকা বেতন দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে দেয়া নিয়ম অনুযায়ী আবেদনপত্র প্রয়োজনীয় কাগজসহ পাঠাতে হবে 'চীফ কমান্ড্যান্ট (পূর্ব), রেলওয়ে নিরাপত্তা বাহিনী, সিআরবি, চট্টগ্রাম' ঠিকানায়। আবেদনপত্র ২০ জানুয়ারি ২০১৮ তারিখ বিকাল ৫ টার মধ্যে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।

বিজ্ঞপ্তি-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।