ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্যারিয়ার

প্রবেশনারি অফিসার নেবে মধুমতি ব্যাংক

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
প্রবেশনারি অফিসার নেবে মধুমতি ব্যাংক

ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের প্রবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ দিচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মধুমতি ব্যাংক লিমিটেড।

এমবিএম/ এমবিএ বা যেকোন বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারীরা প্রবেশনারি অফিসার পদে আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কমপক্ষে তিনটি প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে।

কোনো তৃতীয় বিভাগ থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

সাধারণ প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের কম্পিউটারে পারদর্শীতা, কাজের প্রতি আগ্রহ, বিচক্ষণতা, নেতৃত্বের দক্ষতা, দলগতভাবে কাজের মানসিকতা, শেখার মানসিকতা এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবস.কমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১ মার্চ পর্যন্ত।

বিজ্ঞপ্তি-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন [email protected] ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।