ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

গ্রিন ইউনিভার্সিটিতে দিনব্যাপী জব ফেয়ার বৃহস্পতিবার

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
গ্রিন ইউনিভার্সিটিতে দিনব্যাপী জব ফেয়ার বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটি

ঢাকা: গ্রিন ইউনিভার্সিটিতে দিনব্যাপী জব ফেয়ার শুরু হচ্ছে বৃহস্পতিবার (৩১ জানুয়রি)। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ঢাকার বেগম রোকেয়া সরণিতে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গ্রিন গার্ডেনে এ মেলা চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

গ্রিন ইউনিভার্সিটির সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্টের উদ্যেগে আয়োজিত চাকরি মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে সকাল ১১টায়।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো. ফজলুল হক, চেয়ারম্যান নবেল গ্রুপ অব কোম্পানিজ ও জেনারেল সেক্রেটারি-হিউম্যান রাইটস্ মনিটরিং অরগানাইজেশন।

 

এছাড়া উপস্থিত থাকবেন গেস্ট অব অনার, গ্রিন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম সামদানী ফকির, প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফায়াজ খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এছাড়া দ্বিতীয় সেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রবি অজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ।  

দিনব্যাপী এ চাকরি মেলায় মোট ২৫টি প্রতিষ্ঠিত কোম্পানি অংশ নেবে। মেলায় বিভিন্ন কোম্পানি চাকরিপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত নেবে। মেলায় ইউএস-বাংলা এয়ারলাইন্স টাইটেল স্পন্সর হিসেবে থাকবে।  

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।