ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভালো প্রস্তুতি রয়েছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভালো প্রস্তুতি রয়েছে

ঢাকা: প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ ভালোভাবে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আমাদের বসবাস, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের ভালো প্রস্তুতি রয়েছে।

শনিবার (২৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে ঢাকা পানি সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত ডেল্টা কোয়ালিশন ও শেরপাবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, এখন খুবই গুরুত্বপূর্ণ সময়, আপনারা এই বর্ষা মৌসুমটা দেখতে পারেন এবং পানি ইস্যুতে গুরুত্বপূর্ণ মতামত দিতে পারেন।  

পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে প্রতিনিধিদলকে বাংলাদেশের নদী ভাঙন সমস্যা থেকে উত্তরণের একটা উপায় বের করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে বাংলাদেশসহ সারাবিশ্বের জন্য নতুন নতুন সমস্যা নিয়ে আসার কথা উল্লেখ করেন তিনি।

লবণাক্ততা সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানীরা লবণাক্ত সহিষ্ণু শস্য উৎপাদনের জন্য গবেষণা করছেন এবং তারা লবণাক্ততা সহিষ্ণু জাত উদ্ভাবন করছেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।

একশ বছর মেয়াদী ‘ডেল্টা প্ল্যান’ বাস্তবায়ন করা হচ্ছে

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।