সোমবার (১৬ জুন) বিশ্ব সাপ দিবসে এই গুরুত্বপূর্ণ তথ্যটি তুলে ধরেন প্রখ্যাত সরীসৃপ গবেষক এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যলায়েন্স এর প্রধান নির্বাহী শাহরিয়ার সিজার রহমান।
তিনি বলেন, আমাদের অনেক সিনেমা তৈরি হয়েছে কালনাগিনী সাপ কেন্দ্র করে।
‘বাংলায় কালনাগিনী বললেও ইংরেজিতে এই সাপের নাম Golden tree snake বা Ornate flying snake এবং বৈজ্ঞানিক নাম Chrysopelea ornata। যার বাংলা উড়ন্ত সাপ। এদের নাম Flying snake হলেও এরা আসলে উড়তে পারে না। তবে এক গাছ থেকে লাফিয়ে বা গ্লাইডিং করে অন্যগাছে যেতে পারে।
এরা বড় আকৃতির সাপ নয়, কিছুটা ছোট আকৃতির সাপ। টিকটিকি, ইঁদুর, গিরিগিটি এদের প্রধান খাবার ও পোকামাকড়ও খায়। মার্চ মাসে এরা ৬-১২ টি ডিম পাড়ে যা থেকে দুইমাস পর বাচ্চা ফোটে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে এর উপস্থিতি রয়েছে বলে জানান শাহরিয়ার সিজার রহমান।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
বিবিবি/এএ