ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বিহঙ্গ দ্বীপে গুইসাপ অবমুক্ত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
বিহঙ্গ দ্বীপে গুইসাপ অবমুক্ত বিহঙ্গ দ্বীপে গুইসাপ অবমুক্ত। ছবি-বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় প্রায় ৫ হাত লম্বা একটি গুইসাপ গ্রামবাসির নিকট থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন মো. জাকির মুন্সি নামে এক বন্যপ্রাণী প্রেমিক।

বুধবার (১৩ মার্চ) বিকেলে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের ‘বিহঙ্গ দ্বীপে’ অবমুক্ত করা হয়।  

এর ৬দিন আগে পাথরঘাটা উপজেলার টেংরা গ্রামে মো. আলামিনের বাড়িতে ঢুকে একটি মুরগি ধরে খেয়ে ফেললে ওই বাড়ির লোকজন বণ্যপ্রাণীটি ধরে বেঁধে রাখেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় বণ্যপ্রাণী প্রেমিক জাকির মুন্সি উদ্ধার করেন।  

উপজেলার রহিতা গ্রামের বণ্যপ্রাণী প্রেমিক ও টাইগার টিমের সাবেক টিম লিডার মো. জাকির মুন্সি ওই গুইসাপটি নিকটবর্তী ‘বিহঙ্গ দ্বীপে’ বুধবার বিকেলে অবমুক্ত করেন। স্থানীয় বন বিভাগের সঙ্গে পরামর্শ করে তিনি প্রাণীটি অবমুক্ত করেছেন।  

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।