ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ফুলগাজীতে মেছোবাঘ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, ফেব্রুয়ারি ১১, ২০২০
ফুলগাজীতে মেছোবাঘ আটক মেছোবাঘ। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার বৈরাগপুর এলাকা থেকে একটি মেছোবাঘ আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ওই এলাকার জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে প্রাণীটি। পরে স্থানীয়রা মেছোবাঘটিকে আটক করে বনবিভাগে খবর দেয়।

খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা  এসে প্রাণীটিকে উদ্ধার করে।

বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয় মাদ্রাসাশিক্ষক মোশারফ হোসেন শাহীন ও ছাত্ররা মিলে প্রাণীটিকে আটক করে আমাদের খবর দেয়। পরে আমরা প্রাণীটিকে উদ্ধার করে জেলার কাজীর বাগ ইকোপার্কে অবমুক্ত করি।

তিনি আরও জানান, প্রাণীটির নাম (Fishing Cat), বাংলায় মেছোবাঘ বলা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।