শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার পোতাজিয়া গ্রামে এরশাদ আলীর বাড়ি থেকে পাখিটি উদ্ধার করা হয়।
দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, তিনদিন আগে এরশাদ আলী হরিয়াল পাখিটি আটক করে খাঁচায় বন্দি করে রেখেছিলেন।
বর্তমানে পাখিটি কিছুটা অসুস্থ রয়েছে। তার পাখার পালক কাটা। ভালভাবে উড়তে পারছে না। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহির উদ্দিন আকনের সঙ্গে কথা হয়েছে। খুব দ্রুত পাখিটিকে তাদের হাতে হস্তান্তর করবে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে পাখিটিকে অবমুক্ত করা হবে।
মামুন বিশ্বাস আরও জানান, এটি কবুতর জাতীয় ফলভক্ষক বৃক্ষচারী পাখি। দেখতে কবুতরের মতো। এক সময় দেশের চিরহরিৎ বনাঞ্চলে এ পাখি প্রচুর দেখা যেত। তবে আবাসস্থল সংকটে আর সেভাবে এ পাখি নজরে পড়ে না। বিশ্বে ২৩ প্রজাতির হরিয়াল রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
আরএ