ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পটুয়াখালীতে তক্ষকসহ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জুন ১৬, ২০২০
পটুয়াখালীতে তক্ষকসহ পাচারকারী আটক

পটুয়াখালী: পটুয়াখালীতে একটি তক্ষকসহ সম্রাজ হাওলাদার (৩৫) নামে বন্যপ্রাণী পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন।

আটক সম্রাজ ওই এলাকার মো. আ. মালেক হাওলাদারের ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পটুয়াখালী সদরের ধারান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি তক্ষকসহ সম্রাজ হাওলাদারকে আটক করা হয়। সম্রাজ সংঘবদ্ধ বন্যপ্রাণী তক্ষক পাচারকারী দলের সক্রিয় সদস্য। উদ্ধার করা তক্ষকসহ আটক আসামিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তার নামে র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।