ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কেশবপুরে মেছো বাঘকে পিটিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুলাই ২, ২০২০
কেশবপুরে মেছো বাঘকে পিটিয়ে হত্যা

যশোর: সুন্দরবন থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে আসা বিলুপ্তপ্রায় একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোর রাতে যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর রাতে বাঘটি বরণডালী গ্রামের মিরেরডাঙ্গায় বসবাসকারী আব্দুল কুদ্দুসের গোয়াল ঘরে ছাগল খাওয়ার জন্য হানা দেয়।

এসময় কুকুরের ডাকাডাকিতে বাড়ির মালিক কুদ্দুসের ঘুম ভেঙে যায়। তখন তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। এরমধ্যে আরও চার থেকে পাঁচটি কুকুর একত্রিত হয়ে বাঘটিকে তাড়া করে। এসময় গ্রামবাসী পিছু নিয়ে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে।

আব্দুল কুদ্দুস বাংলানিউজকে বলেন, ভোর রাতে বাড়িতে একটি মেছো বাঘ ছাগল খেতে এলে একদল কুকুর তাকে ঘিরে ফেলে। পরবর্তীতে গ্রামের লোকজন বাঘটিকে আঘাত করলে মারা যায়। মৃত মেছো বাঘটি মাটিতে গর্ত করে পুঁতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, গত তিন মাস আগে ওই এলাকায় আরও একটি মেছো বাঘকে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী।

কেশবপুর উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোনায়েম হোসেন বাংলানিউজকে বলেন, বিষয়টি তাদের কেউ জানায়নি। তবে সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে খোঁজ-খবর নিয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।