ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যুবকের পেটে হাজার পিস ইয়াবা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
যুবকের পেটে হাজার পিস ইয়াবা

চট্টগ্রাম : বাঁশখালীতে মো.শাহ জালাল (১৮) নামে এক যুবককে আটকের পর তার পেট থেকে ১০২০ পিস ইয়াবা বের করেছে পুলিশ ।

শনিবার (১১ মার্চ) দুপুরে উপজেলা সদরে মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজের সামনে একটি বাসে তল্লাসি চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শাহজালালের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফের নয়াপাড়া বটতল এলাকায়।

সে ইয়াবাগুলো চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

বাঁশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসে তল্লাশি করে তাকে সন্দেজনক অবস্থায় থানায় নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার পেটে ১০২০ পিস ইয়াবা আছে। পরে পায়ূপথ দিয়ে ইয়াবাগুলো বের করা হয়। ’

তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আলমগীর হোসেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।