শনিবার (১১ মার্চ) দুপুরে উপজেলা সদরে মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজের সামনে একটি বাসে তল্লাসি চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শাহজালালের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফের নয়াপাড়া বটতল এলাকায়।
বাঁশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসে তল্লাশি করে তাকে সন্দেজনক অবস্থায় থানায় নিয়ে আসা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আলমগীর হোসেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
জেইউ/টিসি