ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশে এলো ২৩৪৮৭ এতিম রোহিঙ্গা শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
বাংলাদেশে এলো ২৩৪৮৭ এতিম রোহিঙ্গা শিশু রোহিঙ্গা শিশু। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মিয়ানমারে নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এখনো পর্যন্ত ২৩ হাজার ৪৮৭ জন এতিম শিশু পাওয়া গেছে। মা-বাবা হারানো এসব শিশু আত্মীয়-স্বজন আর পরিচিতজনদের জিম্মায় ক্যাম্পে দিন কাটাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কক্সবাজার জেলা সমাজসেবা অধিদপ্তর জানায়, এদিন পর্যন্ত তারা এসব রোহিঙ্গা শিশুকে শনাক্ত করেছেন।

এর আগে ১৭ অক্টোবর রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তা বিষয়ক আন্তঃসংস্থা সমন্বয় সভায় জেলা সমাজসেবা অফিসার মো. এমরান খান তখনো পর্যন্ত ১৬ হাজার ৮৩৩ জন এতিম রোহিঙ্গা শিশুর সন্ধান পাওয়ার কথা জানিয়েছিলেন।

অর্থাৎ গত ৯ দিনে আরও ৬ হাজার ৬৫৪ জন এতিম রেহিঙ্গা শিশু পাওয়া গেল। প্রতিদিন এই সংখ্যা বাড়ছে।
কারণ প্রতিদিনই নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে।

এদিকে তথ্য অধিদপ্তর (পিআইডি) জানিয়েছে, বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মানবিক সহায়তা দানের অংশ হিসেবে সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। কক্সবাজার সিভিল সার্জনের নেতৃত্বে ৩৬টি মেডিকেল টিম ক্যাম্পগুলোতে স্বাস্থ্যসেবা প্রদান করছে। এ পর্যন্ত ৩ লাখ ৬৬ হাজার ৩৩৪ জনকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

এছাড়া আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ১ লাখ ৫০ হাজার অস্থায়ী ঘর নির্মাণের বিপরীতে ১ লাখ ২৩ হাজার ২২৪টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। নতুন ক্যাম্প এলাকায় ২০টি প্রশাসনিক ব্লক নির্মাণ করা হয়েছে। নতুন ক্যাম্প এলাকায় অগ্নিনির্বাপন কার্যক্রম পরিচালনার সুবিধার্থে উখিয়ার রাবার বাগান এলাকায় ১টি এবং টেকনাফের উনচিপ্রাং এলাকায় ১টি অস্থায়ী ফায়ার সার্ভিস ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নতুন ক্যাম্প এলাকায় ১৭ কি.মি. নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের বিপরীতে ৯ কি.মি. লাইন সম্পন্ন হয়েছে। ক্যাম্প এলাকায় ৪০টি নিরাপত্তা বাতি বসানো হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় ৯৯টি বাতি সংবলিত ৩৩টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। আরও ১৭টি প্যানেল স্থাপন কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, নতুন ক্যাম্প এলাকায় ২৯ কি.মি. সড়কের মধ্যে ১০টি সড়কের শতকরা ৬৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।