ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘ছাত্রজীবন তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
‘ছাত্রজীবন তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ’

চট্টগ্রাম: দেশ ও পৃথিবী বদলাতে হলে সবার আগে নিজেকে বদলাতে হবে উল্লেখ করে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন,  ছাত্রজীবন তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সময় জীবনের লক্ষ্য ঠিক করতে হবে।

সোস্যাল মিডিয়াসহ অনুৎপাদনশীল কাজ থেকে নিজেকে যথাসম্ভব দূরে রেখে সমাজের ইতিবাচক কাজে তরুণদের অংশগ্রহণ করতে হবে।  

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের উদ্যোগে নগরের দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজ মিলনায়তনে এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই প্রতিপাদ্যের আলোকে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

চট্টগ্রাম পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা তথ্য অফিস চট্টগ্রামের পরিচালক মীর হোসেন আহসানুল কবীর, কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বেগম, ইংরেজি বিভাগের প্রফেসর আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান, তরুণদের পক্ষে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আহমেদ নুর জয় ও দুলাল চাকমা বক্তব্য দেন।  

স্বাগত বক্তব্যে চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী আগামীর বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা ও করণীয় তুলে ধরেন। সঞ্চালনা করেন চট্টগ্রাম পিআইডির তথ্য অফিসার জিএম সাইফুল ইসলাম।  

মীর হোসেন আহসানুল কবীর বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের চালিকা শক্তি। জুলাই অভ্যুত্থানে তা প্রমাণিত হয়েছে। সুতরাং বৈষম্যহীন নতুন বাংলাদেশকে আরো সমৃদ্ধ করতে হলে তরুণদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।

মো. সাঈদ হাসান বলেন, আগামীর বাংলাদেশকে নেতৃত্বে দিতে তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। সময় এসেছে তরুণদের জ্ঞান ও সৃজনশীলতা কাজে লাগিয়ে বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের। কাজেই তরুণদের সমাজের বাতিঘর হিসেবে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।