মঙ্গল ও বুধবার (২৩,২৪ জানুয়ারি) চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে দুই দিনব্যাপী আয়োজিত কনফারেন্স ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অডিটোরিয়ামের ২০০ ছাত্রী অংশ নেন।
কনফারেন্স দেশি-বিদেশি প্রযুক্তিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন- সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান আলফা নেট’র প্রতিষ্ঠাতা এবং আমেরিকার সিনারি ওয়েব সার্ভিসের প্রধান নির্বাহী আবু সুফিয়ান হায়দার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. ইসরাফিল, মো. আব্দুর রহিম, মো. ইশান হায়দার।
এসময় তারা আইটি ক্যারিয়ার, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব সাইট ডিজাইন, ডাটাবেস, সফটওয়্যার, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, নেটওয়াকিং অ্যান্ড সিকিউরিটি, আই ও টি, রোবটিক্স, আউটসোর্সিং ইত্যাদি বিষয়সমূহের ওপর উন্নতক্যারিয়ার গঠন বিষয়ক প্রশিক্ষণ দেন।
আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সুনীল চন্দ্র চৌধুরী, উপাধ্যক্ষ আবুল কালাম আজাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা।
শেষে শিক্ষার্থীদের দক্ষতাবৃদ্ধির জন্য বিনামূল্যে ওয়েব হোস্টিং দেওয়া ও মেধাবীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এসআরএস