ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন নয় গুণীজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
চসিকের একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন নয় গুণীজন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নূর মোহাম্মদ রফিক, পঙ্কজ কুমার দস্তিদার, মুহাম্মদ শামসুল হক, কল্পতরু ভট্টাচার্য ও প্রিন্সিপাল শামসুদ্দিন মুহাম্মদ ইসহাক

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবার নয় গুণীজনকে মহান একুশে স্মারক সম্মাননা পদক দেবে।

তারা হলেন সমাজসেবায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সদ্যপ্রয়াত ছড়াকার-সাংবাদিক নূর মোহাম্মদ রফিক, ভাষা আন্দোলনে কৃষ্ণ গোপাল সেন, শিক্ষায় প্রিন্সিপাল শামসুদ্দিন মুহাম্মদ ইসহাক (মরণোত্তর), সাংবাদিকতায় মুক্তিযোদ্ধা পঙ্কজ কুমার দস্তিদার, গবেষণায় মুহাম্মদ শামসুল হক, ক্রীড়ায় ইউসুফ গণি চৌধুরী (মরণোত্তর), সংগীতে সৌরিন্দ্র লাল দাশগুপ্ত ও কবিগানে কবিয়াল কল্পতরু ভট্টাচার্য।   

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চসিকের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২৪ ফেব্রুয়ারি চসিক আয়োজিত একুশের বইমেলা মঞ্চে গুণীদের হাতে আনুষ্ঠানিকভাবে পদক দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।