ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ত্রিপুরা পাড়ায় দুই কিশোরী হত্যার প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মে ২১, ২০১৮
ত্রিপুরা পাড়ায় দুই কিশোরী হত্যার প্রতিবাদ বক্তব্য দেন আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত

চট্টগ্রাম: সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় ধর্ষণের পর দুই কিশোরীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা।

সোমবার (২১ মে) দুপুরে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের নেতৃত্বে পরিষদের নেতারা সীতাকুণ্ডে গিয়ে এ প্রতিবাদ জানান।

সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত প্রতিবাদ সভায় যোগ দিয়ে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, নিহত দুই কিশোরীর হত্যাকারীদের একজনকে পুলিশ গ্রেফতার করলেও বাকি হত্যাকারীরা এখনো প্রকাশ্যে এলাকায় অবস্থান করছে।

নিহতদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।  এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

এ সময় তিনি সীতাকুণ্ড উপজেলার জঙ্গল মহাদেবপুরে বসবাসরত আদিবাসী জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

প্রতিবাদ সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম মহানগর ঐক্য পরিষদের সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস হোড়, পরিষদের যুগ্ম সম্পাদক উত্তম শর্মা, সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, সদস্য সাগর মিত্র, সীতাকুণ্ড উপজেলা পূজা পরিষদের সভাপতি বিমল চন্দ্র নাথ, সাবেক সভাপতি অধ্যাপক রণজিৎ সাহা, সাধারণ সম্পাদক স্বপন বণিক, আদিবাসী ফোরামের নেতা শরৎ জ্যোতি চাকমা, আদিবাসী ত্রিপুরা কল্যাণ পরিষদের সভাপতি রবীন্দ্র ত্রিপুরা উপস্থিত ছিলেন।

পরে ঐক্য পরিষদের নেতারা দুই কিশোরী রানী ত্রিপুরা এবং সুখলতি ত্রিপুরার বাড়িতে যান। ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার দুই কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজখবর নেন এবং দুই কিশোরীর পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মে ২১, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।