ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশ হেফাজত থেকে আসামি লাপাত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
পুলিশ হেফাজত থেকে আসামি লাপাত্তা

চট্টগ্রাম: লোহাগাড়া থানা পুলিশ হেফাজতে থাকা মো. মহিউদ্দিন (৩২) নামে নারী নির্যাতন মামলার এক আসামি পালিয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম আদালত চত্বর থেকে পালিয়ে যায় ওই আসামি। এ ঘটনায় নগরের কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন লোহাগাড়া থানার কনস্টেবল সজীব ঘোষ।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) হাসানুজ্জামান মোল্লা।

তিনি বলেন, চট্টগ্রাম আদালত চত্বর থেকে ওয়ারেন্টমূলে গ্রেফতার হওয়া মো. মহিউদ্দিন নামে এক আসামি পালিয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, লোহাগাড়া থানা থেকে সকালে রওনা দেওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে চার আসামিকে নিয়ে আদালতে পৌঁছান লোহাগাড়া থানার কনস্টেবল সজীব ঘোষ, আবদুল মান্নান ও মো. মাঈন উদ্দিন। সেখান থেকে টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যান আসামি মো. মহিউদ্দিন।

হাসানুজ্জামান মোল্লা বলেন, ‘মো. মহিউদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং দায়িত্বরত পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ’

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।