চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারী ও অঁলিয়স ফ্রসেজ গ্যালারীতে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এ প্রদর্শনী।
বাংলাদেশসহ বিশ্বের ২১টি দেশের ৯৫টি ভেন্যুতে একই সময়ে আন্তর্জাতিক ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ভেন্যুর চারুকলা ইনস্টিটিউটে ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
প্রদর্শনীর কিউরেটর থাকবেন অঁলিয়স ফ্রসেজ, চট্টগ্রাম এর পরিচালক ড. সেলভাম থোরেজ। এবারের প্রদর্শনীর মূল প্রতিপাদ্য “ত্রিমাত্রিক শিল্প ও সমাজ”। সেমিনারে বক্তব্য দেবেন শিল্পী-সাংবাদিক সৈয়দ আবদুল ওয়াজেদ। ‘অ্যাক্সপ্লোর আর্ট হেরিটেজ অব ইউরোপ’ শীর্ষক স্লাইড প্রদর্শন করবেন চিটাগং সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের গবেষক শিল্পী জিয়াউদ্দিন চৌধুরী।
হোস্ট ভেন্যুর কো অর্ডিনেটর সহযোগী অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী বলেন, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা সহ বিভিন্ন এলাকার ৮১ জন শিল্পীর গ্রুপ শিল্পকর্মসহ ৭৭টি শিল্পকর্ম এই প্রদর্শনীতে স্থান পাবে। চবি চারুকলা ইনস্টিটিউটের ছাত্র-শিক্ষকরা প্রদর্শনী প্রাণবন্ত করে তুলতে কাজ করছেন।
আরএফএল এর কাইনু ফার্নিচার ও ভিগো ইলেকট্রনিক্স হোম এপ্লায়েন্স এর পৃষ্ঠপোষকতায় ২৭ জানুয়ারি বিকাল ৩টায় প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এসি/টিসি