ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘এক মাস নজরদারি’ শেষে গ্রেফতার ইয়াবা ব্যবসায়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
‘এক মাস নজরদারি’ শেষে গ্রেফতার ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দুই ইয়াবা ব্যবসায়ী

চট্টগ্রাম: প্রায় এক মাস ধরে ‘নজরদারিতে’ রেখে অবশেষে ইয়াবাসহ হাতেনাতে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে নগরের সিআরবি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম।

গ্রেফতার দু্ইজন হলেন-হালিশহর বৌবাজার এলাকার মো. শফির ছেলে মো. মুসলিম (৩৬) ও পাহাড়তলী এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. ওসমান (৩০)।

জব্দ হওয়া প্রাইভেট কারপুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘মো. মুসলিম পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পাঁচটি মাদকের মামলা রয়েছে।

এর আগে একাধিকবার গ্রেফতার হয়েছিলেন মো. মুসলিম। ওসমানের বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে। ’

তিনি বলেন, ‘মুসলিম বার বার গ্রেফতার হলেও কারাগার থেকে বের হয়ে ফের ইয়াবা ব্যবসা করে আসছিল। তাকে গত এক মাস ধরে নজরদারি করা হয়েছে। এক মাসে মুসলিম কয়েকবার টেকনাফ গিয়েছে বলে তথ্য রয়েছে আমাদের কাছে। বুধবার প্রাইভেট কারে করে ইয়াবা নিয়ে যাওয়ার সময় তাকে ও তার সহযোগী ওসমানকে গ্রেফতার করা হয়। ’

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।