ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রবাসীকে খুনের অপরাধে দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
প্রবাসীকে খুনের অপরাধে দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম: ফটিকছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যার অপরাধে দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা করেন।

বুধবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুল হালিম এই রায় দেন বলে বাংলানিউজকে জানান আদালতের পাবলিক প্রসিকিউটর আইয়ুব খান।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন জাহেদুল আলম ও খোরশেদ আলম।

তারা জামিনে যাওয়ার পর থেকে পলাতক রয়েছেন বলে জানান অ্যাডভোকেট আইয়ুব খান।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১১ এপ্রিল ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামে জমি নিয়ে বিরোধ মেটাতে জাহেদুল আলম ও খোরশেদ আলম তাদের প্রতিবেশী ইউনুস সারেংকে বৈঠকে ডাকেন।

ইউনুস তার চাচাতো ভাই হাসানকে নিয়ে বৈঠকে যান। পরে ইউনুস ও হাসানকে মারধর ও কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইউনুস। ১২ এপ্রিল ইউনুসের স্ত্রী খদিজা আক্তার বাদি হয়ে ফটিকছড়ি থানায় জাহেদুল আলম ও খোরশেদ আলমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় ২০১১ সালের ৫ জুন জাহেদুল আলম ও খোরশেদ আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২০১৭ সালে মামলাটি বিচারের জন্য বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। বাদি ও ভুক্তভোগী হাসানসহ মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন বলে জানান অ্যাডভোকেট আইয়ুব খান।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।