ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙেছে দুর্বৃত্তরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
পটিয়ায় নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙেছে দুর্বৃত্তরা সাংবাদিক অশোক চৌধুরীর গ্রামের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম: বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান অশোক চৌধুরীর গ্রামের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে পটিয়া উপজেলার কচুখাইন গ্রামে এ ঘটনা ঘটে।

অশোক চৌধুরীর বাড়ির কেয়ারটেকার দেবাশীষ দাশ লিটন বলেন, অশোক চৌধুরীর পৈতৃক ভিটায় সীমানা প্রাচীর তৈরি করা হচ্ছিল।

রাতের আঁধারে দুর্বৃত্তরা এ সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয়। এ ঘটনায় পটিয়া থানায় অভিযোগ দায়ের করা হবে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।