ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সবজিতে ভরপুর চট্টগ্রামের কাঁচাবাজার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
সবজিতে ভরপুর চট্টগ্রামের কাঁচাবাজার ...

চট্টগ্রাম: শীতকালীন নানা সবজিতে ভরপুর চট্টগ্রামের কাঁচাবাজারগুলো। সুলভ মূল্যেই মিলছে এসব সবজি।

কিছুদিন আগেও যে সবজির দাম ১০০ টাকা ছিল সে সবজি এখন মিলছে মাত্র ২০ থেকে ৩০ টাকায়।

শুক্রবার (২৪ জানুয়ারি) নগরের বহদ্দারহাট, চকবাজার, অক্সিজেন, আতুরার ডিপো, কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বাজারে আলু ২৫, ফুলকপি ৩০, শিম ৩০, বাঁধাকপি ২০, মুলা ২০, লাউ ৩০, শালগম ৩০ ও মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে কাঁচা মরিচ, বেগুন ও টমেটো ৪০, শিমের বিচি ৯০, বরবটি ও পেঁপে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরায় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে আদা-রসুন। বাজারে দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৯০ টাকা কেজি দরে। ব্রয়লার মুরগি ১৯০ এবং সোনালি ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তেলাপিয়া ১৮০-২২০, লইট্টা ২০০, বেলে ২৮০, নারকেলি ২৬০, রূপচাঁদা ৬০০-৯০০, কোরাল ৬০০, রুই আকারভেদে ৩০০-৩৬০, কাতল ২৮০-৩৫০ এবং লাল পোয়া ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, নভেম্বরের শুরু থেকেই নিম্নমুখী দাম। ডিসেম্বরে সেই দাম নেমে যায় ৫০ টাকার নিচে। জানুয়ারিতে আরও কমে সবজির দাম।  

নগরের চকবাজারে সবজি কিনতে এসেছিলেন সাইফুল ইসলাম নামের এক মাদরাসা শিক্ষক। তিনি বাংলানিউজকে বলেন, দেশের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে সবজির বাজার। দাম অনেক কমেছে। যে সবজি ১০০ থেকে ১২০ টাকায় কিনেছি সে সবজি এখন ৫০ থেকে ৩০ টাকার মধ্যে মিলছে। তবে, এটি ধরে রাখতে হবে। সিন্ডিকেটের হাত থেকে সবজির বাজারকে রক্ষা করতে হবে। নিয়মিত প্রশাসনিক মনিটরিং দরকার।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।