ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কৃষিবিদ দিবসে সিভাসুতে বর্ণাঢ্য আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
কৃষিবিদ দিবসে সিভাসুতে বর্ণাঢ্য আয়োজন শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।

চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বর্ণাঢ্য আয়োজনে কৃষিবিদ দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কৃষিবিদ দিবস উপলক্ষ্যে বের করা শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। শোভাযাত্রা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।  কৃষিতে সাফল্য আসছে।

আশা করি, সিভাসুর শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণা এবং মাঠ পর্যায়ে কাজ করার মাধ্যমে কৃষিকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সচেষ্ট থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর মো. আ. হালিম, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. জান্নাতারা খাতুন, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. কবিরুল ইসলাম খান, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. শারমীন চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, প্রফেসর ডা. মো. রায়হান ফারুক, প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, প্রফেসর ড. মনিরুল ইসলাম, প্রফেসর ডা. ওমর ফারুক মিয়াজী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।