ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
রাউজানে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম: রাউজানে সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াপাড়া সড়কে মরদেহটি পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করা হয় বলে জানান পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার।

তিনি বলেন, প্রায় ২০ বছর বয়সী উলঙ্গ ওই মরদেহটি পলিথিন, কাগজ ও টেপ দিয়ে মুড়িয়ে রাখা হয়।

হাত-পা বেঁধে রাখা হয়েছিল নাইলনের রশি দিয়ে।

পুলিশের ধারণা, মরদেহটি এজহার মিয়া সেতুর পাশে খালে ফেলে দেয়ার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়।

কিন্তু তা না পেরে কেউ সড়কের পাশে ফেলে রেখে গেছে। গলায় রশির ফাঁস দেয়ার চিহ্ন আছে। শরীরের বিভিন্ন স্থানে আগুনের ছ্যাঁকা দেওয়ার দাগ থাকায় মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে।

মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৩০ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।