বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াপাড়া সড়কে মরদেহটি পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করা হয় বলে জানান পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার।
তিনি বলেন, প্রায় ২০ বছর বয়সী উলঙ্গ ওই মরদেহটি পলিথিন, কাগজ ও টেপ দিয়ে মুড়িয়ে রাখা হয়।
পুলিশের ধারণা, মরদেহটি এজহার মিয়া সেতুর পাশে খালে ফেলে দেয়ার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়।
মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭৩০ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এসি/টিসি