ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উল্টো পথে গাড়ি চালিয়ে গুনতে হলো জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
উল্টো পথে গাড়ি চালিয়ে গুনতে হলো জরিমানা অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের আদালত পাড়ায় যত্রতত্র গাড়ি ও মোটরসাইকেল পার্কিং এবং উল্টো পথে গাড়ি চালানোর দায়ে ৪ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বাংলানিউজকে জানান, মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে আদালত পাড়ায় যত্রতত্র গাড়ি ও মোটরসাইকেল পার্কিং এবং উল্টো পথে গাড়ি চালনোর দায়ে ৪ ব্যক্তিকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

তিন বলেন, আদালত পাড়ায় যত্রতত্র গাড়ি ও মোটরসাইকেল পার্কিং না করতে এবং উল্টো পথে গাড়া না চালাতে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক বিভিন্ন স্টিকার লাগানো হয়েছে। উঠা-নামার পথও নির্দেশ করা আছে।

এরপরেও যত্রতত্র গাড়ি ও মোটরসাইকেল পার্কিং এবং উল্টো পথে গাড়ি চালানো দু:খজনক।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে যত্রতত্র গাড়ি ও মোটরসাইকেল পার্কিং, উল্টো পথে গাড়ি চালানো এবং সড়ক দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।