ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আ’লীগে যোগ দিলেন এম এ সালাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
আ’লীগে যোগ দিলেন এম এ সালাম আ’লীগে যোগ দিলেন এম এ সালাম

চট্টগ্রাম: বিজিএমইএ’র সাবেক প্রথম সহ সভাপতি, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক এশিয়ান অ্যান্ড ডাফ গ্রুপের এমডি এম এ সালাম আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তিনি নগরের বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হয়েছেন।

এম এ সালাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের  ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম ক্লাব লিমিটেডের সাবেক চেয়ারম্যান, ভাটিয়ারি গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম বোট ক্লাবের সাবেক চেয়ারম্যান, ও আর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

জানা গেছে, বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিনের কাছে বৃহস্পতিবার (৭ মার্চ) আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ পূরণের মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হন এম এ সালাম।

এ ব্যাপারে কাউন্সিলর গিয়াস উদ্দিন বাংলানিউজকে বলেন, এম এ সালাম এলাকার ভোটার। তিনি দীর্ঘদিন এলাকাবাসীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছেন।

গিয়াস উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ সবসময় গণমানুষের রাজনীতি করে। মানুষের ভাগ্য উন্নয়নে দলটির নেতা-কর্মীরা যুগের পর যুগ ত্যাগ স্বীকার করেছেন।

‘এম এ সালামের মতো ক্লিন ইমেজের ব্যক্তি আওয়ামী লীগে যোগ দেয়া ইতিবাচক। তাদের মতো ব্যক্তি দলে আসাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়ন অনেকটা সহজ হবে’ বলে মন্তব্য করেন গিয়াস উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।