রোববার (১০ মার্চ) সকালে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ইউজিসি চেয়ারম্যান বলেন, অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আছে, রাষ্ট্রপতি তথা আচার্য কর্তৃক নিয়োগকৃত উপাচার্য, উপ-উপাচার্য ও পর্ষদকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না। এ তিনটি পদ খালি আছে এমন বিশ্ববিদ্যালয়ের তালিকা বেশ বড়।
অধ্যাপক আবদুল মান্নান বলেন, এসব অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্ভাবনাময় এ খাতটি। আশা করি এসব অনিয়ম হতে প্রতিষ্ঠানগুলো বিরত থাকবে।
মাদক ও জঙ্গিবাদ তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, আজকের তরুণ সমাজ এ দুটি ব্যাধি হতে নিজেদের দূরে রাখবে বলে আমি বিশ্বাস করি।
সমাবর্তন বক্তা হিসেবে একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বক্তব্য দেন।
এ ছাড়া ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান, উপাচার্য এম. সেকান্দর খান বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৫০০, ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসইউ/এসি/টিসি