ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সরকারি অর্থায়নের টিউবওয়েল চুরি, তদন্তের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
সরকারি অর্থায়নের টিউবওয়েল চুরি, তদন্তের নির্দেশ চুরি যাওয়া টিউবওয়েল

চট্টগ্রাম: বোয়ালখালীতে দিনেদুপুরে সরকারি অর্থায়নে স্থাপন করা টিউবওয়েল চুরির ঘটনায় বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহমত উল্লাহ।  

ইউএনও স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়েন কালী বাড়ির পুকুর পাড়ে সরকারি অর্থায়নে বসানো পুরানো টিউবওয়েলটি উপরের অংশটি স্থানীয় বখাটে নয়ন কান্তি দে গত ৯ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর ১টার দিকে তুলে নিয়ে বিক্রি করে দেয়ার বিষয়ে আনীত অভিযোগটি প্রেরণ করা হলো।

উক্ত টিউবওয়েলটি চুরি হওয়ায় এলাকাবাসী বিশুদ্ধ পানি প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে মর্মে অভিযোগে উল্লেখ করা হয়। এমতাবস্থায় অভিযোগে বর্ণিত বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অনুরোধ করা হলো।
 

বুধবার (৫ মার্চ) উপজেলার কড়লডেঙ্গার আহল্লা গ্রামের বাসিন্দা নয়ন কান্তি দে'র এর বিরুদ্ধে সরকারি অর্থায়নে বসানো প্রায় ২০ বছরের পুরনো টিউবওয়েলটির ওপরের অংশ চুরির অভিযোগ ইউএনওকে ব্যবস্থা নিতে আবেদন করে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা তাপস চৌধুরী বাংলানিউজকে বলেন,  সরকারি অর্থায়নে স্থাপন করা টিউবওয়েল চুরির ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইউএনও মহোদয়কে অভিযোগ করেছিলাম। পরে তিনি সে অভিযোগ আমলে নিয়ে করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তদন্তপূর্বক দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।