চট্টগ্রাম: বোয়ালখালীতে দিনেদুপুরে সরকারি অর্থায়নে স্থাপন করা টিউবওয়েল চুরির ঘটনায় বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহমত উল্লাহ।
ইউএনও স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়েন কালী বাড়ির পুকুর পাড়ে সরকারি অর্থায়নে বসানো পুরানো টিউবওয়েলটি উপরের অংশটি স্থানীয় বখাটে নয়ন কান্তি দে গত ৯ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর ১টার দিকে তুলে নিয়ে বিক্রি করে দেয়ার বিষয়ে আনীত অভিযোগটি প্রেরণ করা হলো।
বুধবার (৫ মার্চ) উপজেলার কড়লডেঙ্গার আহল্লা গ্রামের বাসিন্দা নয়ন কান্তি দে'র এর বিরুদ্ধে সরকারি অর্থায়নে বসানো প্রায় ২০ বছরের পুরনো টিউবওয়েলটির ওপরের অংশ চুরির অভিযোগ ইউএনওকে ব্যবস্থা নিতে আবেদন করে এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা তাপস চৌধুরী বাংলানিউজকে বলেন, সরকারি অর্থায়নে স্থাপন করা টিউবওয়েল চুরির ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইউএনও মহোদয়কে অভিযোগ করেছিলাম। পরে তিনি সে অভিযোগ আমলে নিয়ে করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তদন্তপূর্বক দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২৫
বিই/পিডি/টিসি