ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়া উপজেলার উদ্যোগে জাতীয় শিশু দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
পটিয়া উপজেলার উদ্যোগে জাতীয় শিশু দিবস উদযাপন ...

চট্টগ্রাম: বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, পটিয়া উপজেলার উদ্যোগে জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। পটিয়ার কুসুমপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এ দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।

মো. রাশেদ এরশাদের সভাপতিত্বে মো সোলায়মান বাদশার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিমুল হক, কুসুমপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেজাম উদ্দীন, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য চৌধুরী আবুল কালাম আজাদ, প্রধান বক্তা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক এড. এম হোসাইন রানা।

উপস্থিত ছিলেন জেলার সহ-দপ্তর সম্পাদক আব্দুল হালিম, মো. দিদারুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. এমরান, মো. আবু তৈয়ব রানা, ফজল কাদের, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল আজিজ, এয়াকুব, মিজান, নিজাম, সাইফু প্রমুখ।

বাংলাদেশ সময়:২১২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।