ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দোকান কর্মচারীকে চাপাতির কোপ, গ্রেপ্তার ২ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
দোকান কর্মচারীকে চাপাতির কোপ, গ্রেপ্তার ২  ...

চট্টগ্রাম: নগরের আতুরার ডিপো এলাকায় আকাশ নামে এক দোকান কর্মচারীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. জুলহাস (১৯) ও মো. শাহীন আলম (১৯)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পাঁচলাইশ থানার হিলভিউ রহমান নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গত বুধবার রাত ১০টার দিকে আতুরার ডিপো পেয়াজু গলি আজিজ মার্কেটের মুখে কাপড়ের দোকানের কর্মচারী মো. আকাশকে (২২) চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে জুলহাস ও শাহীন আলম।

হত্যার উদ্দেশ্যে তাকে প্রকাশ্যে কুপিয়ে ডান হাতের কবজি, বাম পায়ের হাটু ও পিটের ডান পাশের ওপরের অংশে জখম করে। আকাশের চিৎকারে আশেপাশের দোকানদার ও পথচারীরা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন আকাশকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য আকাশকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবার থানায় মামলা করেছে।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, পুলিশ অভিযান চালিয়ে আসামি মো. জুলহাস ও মো. শাহীন আলমকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের থেকে একটি ধারালো চাপাতি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।