ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

`শহীদের রক্তের দাম দিতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
`শহীদের রক্তের দাম দিতে হবে’ নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক

চট্টগ্রাম: ‘বাংলাদেশের প্রতিটি জায়গায় একজন করে শহীদের রক্ত রয়েছে। মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদের রক্তের প্রতিটি ফোঁটার দাম আমাদেরকে দিতে হবে।’

‘স্বাধীনতার গল্প শুনি’ শিরোনামে বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম একাডেমির এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক। বুধবার (২৭ মার্চ) সকালে নগরের পাঁচলাইশ থানার মুরাদপুরে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

বিজয় বসাক বলেন, জন্মভূমির প্রতি ভালোবাসা সব ধর্মে আছে। আমরা যদি একসঙ্গে কাজ করি, অবশ্যই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো।

তিনি বলেন, স্বাধীনতার আগের ঘটনাগুলো পাকিস্তানিদের অত্যাচারের গল্প। পাকিস্তানিরা পদে পদে আমাদেরকে নিপীড়ন করেছে। এই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আমাদের জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিশোর বয়সে তিনি সরাসরি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। জীবনের ১৪টি বছর তিনি জেলে কেটেছেন বাংলার মানুষের জন্য।

বিজয় বসাক বলেন, ২৫ মার্চের কাল রাতের পর সারাদেশের মানুষ একসঙ্গে পাকিস্তানিদের বিরুদ্ধে গর্জে উঠলো। আমাদের কাছে অস্ত্র ছিল না। কিন্তু আমাদের কাছে ছিল দেশপ্রেম। বঙ্গবন্ধু বলেছিলেন, আমরা তাদের ভাতে মারবো, আমরা তাদের পানিতে মারবো। আসলেই আমরা ভাতে ও পানিতে মেরেছি।

জামাল নজরুল ইসলাম একাডেমির চেয়ারম্যান ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দেবদূত মজুমদার, পাঁচলাইশ মডেল থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া।

এর আগে জামাল নজরুল ইসলাম একাডেমি প্রাঙ্গণে শিশু শিক্ষার্থীদের আঁকা ছবিগুলো ঘুরে দেখেন  অতিথিরা। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন তারা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।