ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১২ গণ্ডা জমি ২২ হাজার টাকা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
১২ গণ্ডা জমি ২২ হাজার টাকা! জাল দলিল ও নকল সিলসহ গ্রেফতার দুইজন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বিপুল জাল দলিল ও জাল দলিল তৈরির নকল সিলসহ দুইজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে কোর্ট হিলের আইনজীবী দোয়েল ভবন থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির।

গ্রেফতার দুইজন হলেন- হাবিব উল্লাহ (৫৬) ও মো. ইউসুফ (৪২)।

তাদের কাছ থেকে বিভিন্ন সরকারি কর্মকর্তার নামে বানানো ৭৫টি নকল সিল, ভুয়া দলিল, জমির পর্চা, খতিয়ান, ল্যাপটপ, উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, ‘চক্রটি দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ভূমি অফিসের সাব-রেজিস্ট্রার ও কর্মকর্তাদের রাবার স্ট্যাম্প (সীলমোহর) দিয়ে জমির ভুয়া খতিয়ান, নামজারি, জাল দলিল তৈরি করে বিক্রি করে আসছেন।

তারা চট্টগ্রাম শহরে ১২ গণ্ডা জমি মাত্র ২২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বা কিনেছেন এমন দলিল তৈরি করে দেন। তাদের কাছ থেকে এসব দলিল কিনে ভূমিদস্যুরা প্রকৃত মালিকদের বিরুদ্ধে আদালতে মামলা করে হয়রানি করেন। ’

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।