শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এ বসন্ত উৎসব উদ্বোধন করেন ভারতের কোলকাতার আবৃত্তিশিল্পী ও গবেষক ডালিয়া বসু সাহা। উৎসব চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন এ বসন্ত উৎসবের আয়োজন করে। উদ্বোধনের পর আবৃত্তি করেন অরুণ ভদ্র, শুভ্রা সেনগুপ্তার পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, রবীন্দ্র সংগীত পরিবেশন করেন কিংশুক দাশ ও আধুনিক গান পরিবেশন করেন মধুলিকা মণ্ডল।
বিকেলে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে: সেতার বাদন, রবীন্দ্র সংগীত, বসন্তের পংক্তিমালা, একক আবৃত্তি, বাউল গান।
চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের আহ্বায়ক বিজন মজুমদার বলেন, প্রতিবছরের মতো এবারও বাংলার চিরায়ত নাচ, গান, বসন্তের পংক্তিমালা, একক আবৃত্তি, বাউল গানসহ নানা অনুষ্ঠান নিয়ে বসন্ত উৎসব সাজানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এসকে/এসি/টিসি