ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিপিডিএল আরবি মিডটাউন শপিং মলের গ্র্যান্ড ওপেনিং 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
সিপিডিএল আরবি মিডটাউন শপিং মলের গ্র্যান্ড ওপেনিং  উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম: দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সি এ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (সিপিডিএল) এর নতুন সংযোজন আরবি মিডটাউন শপিং মলের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিপিডিএল আরবি মিডটাউন মার্কেট শপ ওনার্স অ্যাসোসিয়েশনের কনভেনর মুহাম্মদ আবদুল্লাহ’র সভাপতিত্বে ও সচিব মুহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিডিএল এর সিইও মুহাম্মদ খায়রুজ্জামান জোয়ার্দার, বিশিষ্ট রাজনীতিবীদ আর ইউ চৌধুরী শাহিন, মুহাম্মদ রফিকুল আলম হাসনী, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী, নুরুল ইসলাম কাঞ্চন, মিনহাজ মোহাম্মদ, সঞ্জয় চৌধুরী, মাওলানা মুহাম্মদ মহসিন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হামিদ, মুহাম্মদ খোরশেদ বাবু প্রমুখ।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামবাসীকে বাণিজ্যিক খাতে সর্বোচ্চ সেবা প্রদানে বিশ্বমানের শপিং এক্সপেরিয়েন্স পেতে আরবি মিডটাউন মার্কেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আসন্ন রমজানে চটগ্রামের সকল শপিং মলে যাতে ক্রেতা-বিক্রেতা নির্বিগ্নে যাতায়াত করতে পারে তার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেছে। প্রশাসনের সকলের প্রতি আহ্বান সবাই ঐক্যবদ্ধ ভাবে রমজান মাসে যাবতীয়, ছিনতাই, চুরিসহ নানা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসায়ীদের সারা বছরের ক্ষতি পুষিয়ে নিতে রমজান মাসই সুবর্ণ সুযোগ। সব ব্যবসায়ী ভাল মানের পণ্যসামগ্রী দোকানে রেখে সহনীয় পর্যায়ের মূল্য নির্ধারণে ক্রেতা সাধারণের সন্তুষ্টি অর্জনে সক্ষম হবেন।

স্বাগত বক্তব্যে মোহাম্মদ আবদুল্লাহ বলেন, গ্র্যান্ড ওপেনিং থেকে রমজান মাসের চাঁদ রাত পর্যন্ত প্রতি কেনাকাটাতে থাকবে র‌্যাফেল-ড্র এবং আকর্ষণীয় সব উপহার। যার প্রথম পুরস্কার হবে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ওভেন সহ আকর্ষণীয় গিফট ভাউচার। যা প্রতি সপ্তাহে আলাদা-আলাদা ড্র এর মাধ্যমে প্রদান করা হবে। এই শপিং মলে থাকছে সার্বক্ষণিক জেনারেটর সুবিধা, ক্যাপসুল লিফটের পাশাপাশি এসকেলেটর, অটোমেটিক অগ্নিনির্বাপন ব্যবস্থা, সুবিশাল সিকিউর পার্কিং স্পেস, ফুড চেইন এবং দেশীয় খাবারের ফুড কোর্ট, কিডস প্লে-জোন, ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সেস, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ও কম্পিউটার সার্ভিসিং সেন্টার, বুক-স্টোর, গিফট কার্ড শপ, জুয়েলারি, অথেনটিক কসমেটিকস, লেডিস গার্মেন্টস কালেকশন, ঘড়ি, অপটিকস, বোরকা, হিজাব, দর্জি, হ্যান্ডিক্রাফটস পণ্য, বাচ্চাদের সব ধরনের খেলনার দোকান, রেডিমেন্ট গার্মেন্টস, পুরুষদের জন্য পাঞ্জাবি ও শেরওয়ানি, দেশি-বিদেশি ব্র্যান্ডের নানা বয়সীদের জুতা, ব্র্যান্ড গ্যালারি, ম্যাজিক্যাল থিমপার্ক, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নামাজের স্থানসহ সব আয়োজন। আসন্ন ঈদ পর্যন্ত সপ্তাহে সাত দিন খোলা থাকবে মার্কেট।

পরে দেশের স্বনামধন্য ব্যান্ড শিল্পীদের পরিবেশনায় লাইভ কনসার্ট আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।