দুই দিনব্যাপী এ সম্মেলন চট্টগ্রাম নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১টায় চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা গভর্নর মোহাম্মদ নাসিরউদ্দীন চৌধুরী।
তিনি বলেন, সম্মেলন উপলক্ষে বুধবার (১০ এপ্রিল) বিকেলে এমএ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে র্যালি বের হবে। এ সম্মেলনে দেশ-বিদেশের লায়নরা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে লায়ন্স ফাউন্ডেশন কার্যক্রম তুলে ধরেন জেলা গভর্নর মোহাম্মদ নাসিরউদ্দীন চৌধুরী বলেন, লায়ন্স ফাউন্ডেশন চট্টগ্রামে একটি স্বতন্ত্র চক্ষু ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবে। এর মাধ্যমে চট্টগ্রামসহ সারাদেশের চক্ষু চিকিৎসা সেবা অনেকদূর এগিয়ে যাবে।
‘সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ১৫ বছর মেয়াদি একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। এ ছাড়া শিশুদের জন্য ১০ বছর মেয়াদি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের আওতায় প্রায় ১০০ শিশুর মাধ্যমিক স্তর পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব নেওয়া হয়েছে। ’ যোগ করেন তিনি।
জেলা গভর্নর মোহাম্মদ নাসিরউদ্দীন চৌধুরী বলেন, ‘ডায়াবেটিস সচেতনা, ক্ষুধা নিবারণ, খৎনা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণসহ একাধিক জনকল্যাণমূলক কাজ করছে লায়ন্স ফাউন্ডেশন। চট্টগ্রামবাসীর স্বাস্থ্য সেবা ও আর্থ সামাজিক উন্নয়নে ৩৩টি স্থায়ী প্রকল্প বাস্তবায়ন চলছে।
উপস্থিত ছিলেন পিডিজি লায়ন মনজুর আলম মনজু, পিডিজি অনরারী কমিটির চেয়ারম্যান লায়ন এম এ মালেক, ডিজি ইলেক্ট কামরুন মালেক, বিডিজি সুকান্ত ভট্টাচার্য, কেবিনেট সেক্রেটারি জাহেদুল আলম চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন মোসলেহ উদ্দীন খান, কনভোকেশন চেয়ারম্যান লায়ন ওসমান গনি, সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, সিএলএফ চেয়ারম্যান লায়ন নাজমুল হক চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২০৫, ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
এসইউ/টিসি