ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইডিইউর অ্যাডমিশন ফেয়ার শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
ইডিইউর অ্যাডমিশন ফেয়ার শুরু অ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মু. সিকান্দার খান।

চট্টগ্রাম: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) দিনব্যাপী অ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। পূর্ব নাসিরাবাদ মোজাফফর নগরের স্থায়ী ক্যাম্পাসে এ ফেয়ারে বিশ্বমানের উচ্চশিক্ষায় আগ্রহীদের আমন্ত্রণ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ফিতা কেটে মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মু. সিকান্দার খান। রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।

১২ এপ্রিল অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

২০১৯ সালের সামার সেমিস্টারে বিবিএ, এমবিএ, ইংরেজিতে অনার্স ও মাস্টার্স, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক ও ইলেকক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকক্ট্রিক্যাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং এই সেমিস্টার থেকে শুরু হওয়া মাস্টার্স অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলমান মেলায় এসে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে।

এ ছাড়াও মেলায় থাকছে স্পট অ্যাডমিশন, স্কলারশিপ, ক্যাম্পাস জব, ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার হায়ার এডুকেশন বিষয়ক নানা তথ্য তুলে ধরার জন্য আলাদা স্টল, ভর্তির ওপর বিভিন্ন হারে ছাড় ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথশিক্ষা কার্যক্রমের নানান তথ্য।

এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর সামস উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, স্কুল অব লিবারেল আর্টসের ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. মো. নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির, প্রক্টর অনন্যা নন্দী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।