ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুই বছর কোমায় থাকা চিকিৎসকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
দুই বছর কোমায় থাকা চিকিৎসকের মৃত্যু ...

চট্টগ্রাম: সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুই বছর কোমায় থাকার পর সুলতান মোহাম্মদ আকিব (২৫) নামের এক ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৪ মার্চ) রাত ৮টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সুলতান মোহাম্মদ আকিব সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড গোয়াজরপাড়া এলাকার বাসিন্দা মো. নুরুল আলমের ছেলে।  

২০২৩ সালে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন আকিব।

ওই বছরের ৭ মার্চ বিকেলে বন্ধুদের সঙ্গে পতেঙ্গায় ইফতার মাহফিলে যাওয়ার সময় সল্টগোলা ক্রসিং এলাকায় দুর্ঘটনার শিকার হন। তাদের বহনকারী অটোরিকশাকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে আকিব গুরুতর আহত হন। তাঁকে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আকিবের বাবা মো. নুরুল আলম বলেন, ‘স্বপ্ন ছিল ছেলে চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে। চিকিৎসক হলেও সেই সুযোগ আর পেল না। সন্তানের মরদেহ কাঁধে বইতে হলো’।

সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল হালিম বলেন, দুই বছর চিকিৎসাধীন থাকার পর আকিবের মৃত্যু হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে জানাজা শেষে এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।