ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী শারুন চৌধুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী শারুন চৌধুরী

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ব্রুনাই গেছেন পটিয়া আসনের সংসদ সদস্য ও হুইপ শামসুল হক চৌধুরীর ছেলে শারুন চৌধুরী।

রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০৪৫ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী সফরসঙ্গী শারুন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী শারুন চৌধুরীসফরের প্রথমদিন এম্পায়ার হোটেল অ্যান্ড কান্ট্রি ক্লাবের বলরুমে প্রধানমন্ত্রীকে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শারুন চৌধুরী।

মঙ্গলবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টায় বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪০৬ ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।