ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিডিএকে জনবান্ধব সংস্থা হিসেবে জনগণ দেখতে চায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
সিডিএকে জনবান্ধব সংস্থা হিসেবে জনগণ দেখতে চায় বক্তব্য দেন সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ

চট্টগ্রাম: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেছেন, সিডিএকে জনবান্ধব সংস্থা হিসেবে দেখতে চায় জনগণ। আর এটি বাস্তবায়ন করা সমন্বিত দায়িত্ব। এ ছাড়া সিডিএ’র সব কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হবে।

সোমবার (২৯ এপ্রিল) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর এক পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। সিডিএর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জহিরুল আলম দোভাষ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে। চলমান উন্নয়ন প্রকল্পগুলো অবশ্যই স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে বাস্তবায়িত হবে।

‘জলাবদ্ধতা মুক্ত নগর গড়তে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বেশি মেগাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সেনাবাহিনী এ প্রকল্পের কাজ করছে। এছাড়া গৃহিত চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে ও জনগণের অগ্রাধিকার বিবেচনায় নতুন প্রকল্প গ্রহণ করা হবে।

সিডিএর সচিব বেগম তাহেরা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বোর্ড সদস্য মো. গিয়াস উদ্দিন, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস।

উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল কুমার সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ শফিক আদনান, হাসান মাহমুদ শমসের, শফিকুল ইসলাম ফারুক, ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, বোর্ড সদস্য মো: জসিম উদ্দিন শাহ, কেবিএম শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, স্থপতি আশিক ইমরান, এমআর আজিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।