ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান মনজুর আলমের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, মে ২, ২০১৯
রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান মনজুর আলমের ....

চট্টগ্রাম: মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে রমজান উপলক্ষে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১১নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড থেকে শুরু হওয়া চতুর্থ দিনের  এ ইফতার সামগ্রী ৯ নম্বর ১৩ ,১৪, ১৫, ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড এলাকায় বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম।

অনুষ্ঠানে মনজুর আলম বলেন, মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানব সেবায় নিবেদিত একটি প্রতিষ্ঠান। এই সেবা যাতে আজীবন অব্যাহত থাকে সেই জন্য সবার দোয়া প্রয়োজন।

  দেশ ও জাতির সমৃদ্ধি কামনার জন্য সকলের নিকট দোয়া চান মনজুর আলম।

বিশেষ অতিথি ছিলেন, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক  সারওয়ার আলম, পরিচালক সাইফুল আলম, ১১নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিম, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস কে কবির মানিক, ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, মোস্তফা-হাকিম ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ বাদশা আলম, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়েজ আহাম্মদ, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম আলমগীর, ১৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিদ্দিক, ১৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার মালিক, আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী,  মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা,  মে ২, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।