ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মুসলিম উচ্চ বিদ্যালয়ে আনন্দের বন্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, মে ৬, ২০১৯
মুসলিম উচ্চ বিদ্যালয়ে আনন্দের বন্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ে আনন্দের বন্যা। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৩৯২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন।

সোমবার (৬ মে) প্রকাশিত এসএসসি পরীক্ষায় সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ফলাফলের চিত্র এটি।

সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে মো. রায়হান চৌধুরী।

রায়হান চৌধুরী তার ফলাফল মোবাইলে জানার পরেও বিদ্যালয় প্রাঙ্গণে এসেছিলেন সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা হবে, আনন্দ ভাগাভাগি হবে- এমন আশা নিয়ে।

সব শিক্ষকদের সঙ্গে দেখা না হলেও বন্ধু-সহপাঠীর সঙ্গে ঠিকই দেখা হয়েছে রায়হানের।

 দুপুরে তাদের সঙ্গেই কিছুটা সময় কাটলো তার।

রায়হান চৌধুরী বাংলানিউজকে বলেন, পরীক্ষার আগে কষ্ট করেছি। কষ্টের ফল পেয়েছি। মা-বাবার দোয়া ও সহযোগিতা ছিল। শিক্ষকদের সহযোগিতা ছিল।

সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হায়দার হেনরী বাংলানিউজকে বলেন, বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৩৯২ জন শিক্ষার্থী। পাস করেছে শতভাগ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন শিক্ষার্থী।

জিয়াউল হায়দার হেনরী বলেন, শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় বিদ্যালয়ের ফলাফল ভালো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ৬, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।