রোববার (১২ মে) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।
এ নিয়ে মাইদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে রাত ৯টা ৩১ মিনিটে একটি স্ট্যাটাস দেন।
এ বিষয়ে প্রক্টর মো. আলী আজগর চৌধুরীকে জানানোর জন্য কল দেওয়া হলে প্রক্টর কল রিসিভ করেনি বলে তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন।
তবে এ বিষয়ে জানতে মাইদুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এমনকি ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করা হলেও তার সাড়া মেলেনি।
বিশ্ববিদ্যালয়েরর প্রক্টর আলী আজগর চৌধুরী বাংলানিউজকে বলেন, ওই সময়ে আমি মসজিদে নামাজে ছিলাম। তাই কল কেটে দিয়েছি।
বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, মে ১৩, ২০১৯
জেইউ/টিসি