আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, তাপপ্রবাহ থাকতে পারে আরও কয়েকদিন। চলতি মে মাসের শেষ সপ্তাহে আকাশে নিয়ন্ত্রণ নিতে পারে পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়।
‘এসময় সাগরও কমবেশি উত্তাল থাকতে পারে। মাসের শেষের দিকে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ এবং অন্যান্য স্থানে এক থেকে দুটি মৃদু হতে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। অন্যদিকে, বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টির আলামত রয়েছে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ’
আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বাংলানিউজকে বলেন, রোববার (১৯ মে) সারাদিন আকাশ মেঘলা থাকবে। দুপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে কয়েকদিনের টানা গরমের পর নগরবাসী একটু স্বস্তি খুঁজে পেয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল হতেই কর্মজীবী মানুষ ছুটে গেছেন গন্তব্যে। এই সুযোগে যানবাহন চালকরাও ভাড়া চাইছেন বেশি।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ১৯, ২০১৯
এসি/টিসি